আমরা এক জীবন্ত জ্বালানী
সমাজের জলন্ত আগুনের।
কারা যেন বিষাক্ত কীট-
নব বসন্ত ফাগুনের।


জন্ম থেকে জ্বলে জ্বলে
রক্ত মাংস হল ছাইভস্ম।
সমাজের এক পাশে থেকে
হলাম জীবন্ত জীবাশ্ম।


বিষাক্ত গরল মিশে রই
চলন্ত শিরা ধমনীতে।
কারা যেন স্বপ্ন ভাঙে-
সুখ ভরা রজনীতে।


নিঃশ্বাসের বাতাসে কি
যেন? রাসায়নিকের গন্ধ।
তোমাদের পাঁজরে দাঁড়িয়ে
নাচে,এ কি আনন্দ ?


পদে পদে ক্ষনে ক্ষনে
কি বিপদ যন্ত্রনা?
সুখ শান্তি লুকিয়ে যায়-
রয়ে যায় বুক ফাটা বেদনা।


.................................।।