বহুবার খুঁজেছি এদিকে ওদিকে।
বনকলমির বনের বাঁকে বাঁকে।
উজান নদীর সুজন বায়ে-
মনের ভাঁজে রাখা গানটি গেয়ে-
“ আমার সাধের চন্দ্রমামা কই?
ছানা ছানা মেঘ জড়িয়ে বুকে ঐ।
মেঘের পাঁজরে,আছে কি আদরে।
স্বপ্ন সুখে সারা নিশি।
ভাবি আজ নীরব কেন প্রাণের শশী।
বন্দী রেখেছে কি মেঘেদের কারাগার।
ভেঙে ফেলে দাও- বেরিয়ে এসো একবার।
ঝরুক পড়ে অঝরে,তোমার আদরে।
তোমার বুক হতে প্রেমের জ্যোৎস্না।
শত আনন্দে, ছন্দে ছন্দে।
পূর্ণ হোক উজান নদীর সুজন বায়ে-এর মোহনা।


জ্যোৎস্না হীনা রাত।পাইনা কারো সাথ।
নীরবে থাকে তারা-হতাশায় থাকে ধরা।
একবার এসে, শুধু ভালোবেসে।
ঝরাও প্রেমের জ্যোৎস্না।
পূর্ণ হোক উজান নদীর সুজন বায়ে-এর মোহনা”।
.........................................................