৬. মেঘ ভরা বরষায়,
হাবুডুবু জলাশয়।
ব্যাঙ কয় ব্যাঙানী,
ভালো তোর গোঙানী
(বলে) দূরে কোথা চল যায়।


৭. কালি মাখা কাকটা,
ভালো তোর ডাকটা।
ভালো তোর গলা সুর,
(বলে) চলে যায় বহু দূর।


৮. দীঘির পাড়ে,বট ডালে,শংখচিলের বাসা,
নিশিথ রাতে,কিচিরমিচির,প্যাচাপেচির ভাষা।
ভাষা তাদের মন্দ নয়।
কিসের কথা কিসে কয়।
মিলে মিশে থাকে,সুখের গান গায়,নিয়ে ভালোবাসা।