বাংলা কবিতার আসরে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রইল। বিশেষ করে মাননীয় এডমিনকে কৃতজ্ঞতা জানাই। আমার কিছু উলট পালট লিখা এই আসরে স্থান পাওয়ার জন্য। আর কৃতজ্ঞ পিতার তুল্য শিক্ষক কবিগন, সমবয়সী কবি,বয়ষে কণিষ্ট কবিদের জন্য। যারা সাথে থেকে পাশে থেকে আদর করে ভালোবেসে সঠিক ভাবে ভুল ঠিক করে দিয়েছেন----আজ ১০০তম প্রকাশ যা আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ। যা চিরকাল কামনা করি---
ছাত্র জীবন থেকে কিছু ছড়া, কবিতা লিখতাম কিন্তু লিখাগুলো সঠিক কিনা ভুল,কিছুই জানতাম না (যেমন এখনও বুঝিনা) অধীর আশায়,অপেক্ষায় মাসের পর মাস  বসে থাকতাম-রাত জেগে লিখাটি স্কুল পত্রিকায় প্রকাশ হল কিনা। যদি না হল তবে ভারাকান্ত মন আবার পরের বছরের জন্য অপেক্ষা আর যদি প্রকাশ হল তবে স্বযত্নে টেবিলে রাখা আর বার বার দেখা- বেশ মজা লাগে, মনে ভারি আনন্দ জাগে। স্বপ্ন জাগে আর কিছু লিখবো। এখন লিখি কিছুই ভালো মন্দ বুঝিনা। সহযোগিতার আপেক্ষায় থাকলাম।


একটা লিখার কিছু দিলাম--


হে, প্রবীন,বিজ্ঞ,জ্ঞানী-
দাও ওগো,মোর জ্ঞানের আলো।
মোর হৃদয়ের প্রদীপ জ্বেলে।
দাও ওগো, জ্ঞানের আশীষ-
ফুঁটুক সেথা স্বর্ণ ফুলে।
দাও ওগো, চির আশ্রয়-
তোমাদের আশীষ মাখা চরণ তলে।
দাও ওগো,স্নেহ্নের ছোঁয়া-
রেখো আদরে,সব কিছু ভুলে।
দাও ওগো,আশীষ-প্রেমের ছোঁয়া
মোর মস্তকে হস্ত রেখে-
ফুঁটুক শত শত ফুল,
মোর জীবনে থেকে থেকে---


হে,নবীন তোমরা আছো-যত,
হেথা সেথা শত শত।
জ্বালিয়ে রাখো প্রেমের আলো।
নাও আশীষ, প্রবীন,বিজ্ঞ,জ্ঞানী হতে,
হৃদয় মাঝে জ্বলবে আলো-
স্বপ্ন মাখা গভীর রাতে।
......।
রচিত হোক কাব্য,ছড়া,গান,সাহিত্য-সমৃদ্ধি হোক ভাষা।
সকলকে শুভেচ্ছা ও শুভ কামনা রইল।
সুস্থ থাকুন,ভালো থাকুন, চিরকাল।