পদ্ম  পাতায়   বসবাস,
টলমল সুখী এই জীবন।
চোরাবালির চোরা তীরে
জীবন যেন ভীত সর্বক্ষণ।


মেঠো ইঁদুর ভীত থাকে,
আছে শঙ্খ চিলের ভয়।
সারা রাত্রি জ্বেলে থেকে,
প্রত্যুষে হয়ে যায়  ক্ষয়।


আসে কলি হেসে হেসে
কার গভীর ভালোবাসায়।
কেউ আনন্দে ফুটে হাসে
কেউবা নীরবে রয়ে যায়।


ফুটল যারা আনন্দেতে,
পেলো কি তারা পূর্ণতা?
কেউ কেউ অকালে ঝরে।
মনে নিয়ে শুধু ব্যর্থতা।