ছড়া-“ক”
ভাল্লাগেনা ভাল্লাগেনা,
ন্যাড়হা মাথায় ত্যাল্লাগেনা।
বুলিস ন্যা “মা” রি পড়ত্ত্যে,
ন্যাংঠা ছ্যালা খুশি দ্যাখ,
গাদে মাছ ধরত্ত্যে।


ছড়া-“খ”
ল্যাসড়া ড্যালে কইয়্যা চ্যাচ্যাই
চ পাড়চ্ছে দ্যাখবি আন্ডা।
জাড়ের বিহ্যান লিহর পহড়ে
দ্যাখ হ্যাড্ডি ভাঙগ্যা ঠ্যান্ডা।


ছড়া-“গ”
তহব্যান পিনহে ল্যাইতে গ্যালো
লধ্যীর গাদ ঘ্যোল্যা পানি।
ছ্যাল্যায় ছ্যাল্যায় ক্যাজ্জ্যা লাগ্যে
করে হ্যাচড়্যা টানাটানি।


ছড়া-“ঘ”
ভাত দ্যে “মা” রি ভাত দ্যে
খ্যেলত্ত্যে যাবো বাড়ি দ্যাদ্দ্যে।
বাসি ভাতে শুকটি সানা
খ্যেত্ত্যে দিল বুড়হ্যা নানা-
আর খ্যাবুনা বাদ্দ্যে।


ছড়া-“ঙ”
খ্যেলত্ত্যে যাবো গলিতে,
ভাত দ্যে ক্যানে থালিতে।
বিহ্যান ব্যালায়-
দুট্যা বিল্যাই।
ক্যাজ্জ্যা করে ভাঙগ্যা ঘরের টালিতে।
............................................................
শব্দ অর্থ-
ছড়া-“ক”
ভাল্লাগেনা-ভালো লাগেনা ,
ন্যাড়হা-নাড়া,ত্যাল্লাগেনা-তেল লাগেনা।
বুলিস-বলিও,”মা” রি- মা গো, পড়ত্ত্যে-পড়তে,
ন্যাংঠা- উলঙ্গ, ছ্যালা-ছেলে,
গাদে-পাকে/কাদায়,ধরত্ত্যে-ধরতে।


ছড়া-“খ”
ল্যাসড়া-এক ধরনের গাছ,ড্যালে-ডালে,কইয়্যা-কাক,চ্যাচ্যাই-চীৎকার
চ-চল,আন্ডা-ডিম।
জাড়ের-শীতের,বিহ্যান-সকাল,লিহর-শিশির,পহড়ে-পড়ে।
হ্যাড্ডি-হাড়,ঠ্যান্ডা-শীত ।


ছড়া-“গ”
তহব্যান-লুঙ্গী,পিনহে-পড়ে, ল্যাইতে-স্নান
লধ্যীর-নদীর গাদ-কাদা,
ছ্যাল্যা-ছেলে,ক্যাজ্জ্যা লাগ্যে-ঝগড়া করে


ছড়া-“ঘ”
দ্যাদ্দ্যে-বাবার মা।
বাসি ভাত-পান্তা ভাত, শুকটি সানা- শুকনো মাছ বাটা।
বুড়হ্যা- বয়শক/বুড়ো নানা-মায়ের বাবা
বাদ্দ্যে- বাদ দাও


ছড়া-“ঙ”
খ্যেলত্ত্যে-খেলতে,থালিতে-থালাতে।
বিহ্যান ব্যালায়-সকাল বেলায়
দুট্যা বিল্যাই-দুখানা বিড়াল।
ক্যাজ্জ্যা-ঝগড়া,ভাঙগ্যা-ভাঙা।
..........................................................
    নগর, মুর্শিদাবাদ।