মনের মাঝে,
একি সুর বাজে।
আসে না কবিতা আর মধুর সুর।
ছন্দ মাত্রাহীন, আজ নীরব নূপুর।


ভাবি নিশিদিন, আমি প্রতিদিন।
আসে না ও-গো, বর্ষার মধুর নীর।
ঝরে না কেন ও-গো শীতের শিশির।


ঘুরি ফিরি,বারে বারে।
আমি খুঁজি যারে,আমার হৃদয় তীরে।
কখনও বা বেদনা ভরা জীবনের ধারে ধারে।
মনে বাজে বিষাদ সুর,
আজ হৃদয় হতে যেন বহুদূর।


এসো ও-গো,বকুল,পাপিয়া,
কোথা যেন আমার কবিতা-ছন্দ প্রিয়া।
আসে না সে, শূন্য হৃদয়পুর।
আসে না কবিতা আর মধুর সুর।


আলেয়ার আলো- খুঁজি মিছে মিছে,
ছুটি আজ মরীচিকার পিছে পিছে-
হারায় ছন্দ আর মধুর সুর।
ফ্যাঁকাসে কবিতা ছন্দ আর মিষ্টি নুপুর ।


শুনি শুধু ভ্রমরার গুঞ্জন,
ভাবি মিছে,আসে মোর ছন্দ কবিতা আর প্রিয়জন।
রামধনুর সাত রঙের বাঁকা হাসি।
বাজে না রাখালীয়া মধুর বাঁশি।
সুর তোলে, মাঝে মাঝে সুর ভুলে।
আজও আছে এতো সুর, এতো গান।
তবু কেন নীরব এই প্রাণ।


আসে না কবিতা আর মধুর সুর।
ছন্দ মাত্রাহীন, বাজে বিষাদ নূপুর।
............................................................
০৭-০৪-২০১৮ নগর, মুর্শিদাবাদ।