হারানো শৈশব
        মহঃ সানারুল  মোমিন


পাইনা খুঁজে আর,
চারিপাশ, সবই অন্ধকার।


সকালবেলা বিকেল বেলা
           শৈশবের সব  প্রিয় খেলা।
ধান্য  আল এর পথে পথে,
ঘাসফড়িং এর সাথে সাথে
           শুনি ঝিঁঝি পোকার গান
ধান শালিকের  প্রিয় মাটির টান।


ধান কুড়ানি ঘুমপাড়ানি,
            পাই না খুঁজে আর।
সন্ধ্যা প্রদীপ -শূন্য পড়ে,মাটির ঘরে।
             মানব জীবন অন্ধকার,
সেই আঁধারে হারিয়ে গেছে ধানের স্বর্ণহার।


চাষার বুকের প্রাণের সুর
               শোনা যেত বহুদূর।
হারিয়ে গেছে রত্ন দীঘির কাজল লতার জল।
সেই জলে আর ফোটে না আজ  প্রিয় নীলোৎপল।


ভোরের আজান  নামাজ শেষে,
                বসতো নানা নানীর শরীর ঘেঁষে।
কইতো - শৈশবে দীঘির জলে খেলা।
অনেক স্মৃতি চলা, "আজ যে মোদের সান্ধ বেলা।"


পাশের বাড়ির বংশী ফকির
                বন্ধু তার আবুল নকির।
কাটতো  তো তাদের সারাবেলা
                ঘুরতো তারা গ্রাম্য মেলা।
                ফিরতো ঘরে সন্ধ্যাবেলা
কোথায় তারা হারিয়ে গেছে
               পাইনা খুঁজে আর।
তাদের প্রেম বন্ধনের দরকার।


দাদির কোলে মাথা রেখে
              শুনতাম গল্প মনের সুখে।
থাকতাম বাবা মায়ের চোখে চোখে
             হারিয়ে গেছে সেই শৈশব বেলা।
              আজ শূন্য হাতে পথ চলা।
===========   ===========
রাত ০১/১১/২০২২ নগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত