“মা” মানেই –মনে পড়ে যায়,
সবুজ ঘেরা পল্লীর ভাঙা কুঁড়ো ঘরে,
উনানের ধারে,ছলছল আঁখি নীরে-
সদা ব্যস্ত থাকা এক অপরূপ রমণী।
সন্তানের যতনে,নীরবে কাটায় শত রজনী।


“মা” মানেই –মনে পড়ে যায়,
চলে যাওয়া সন্তানের জন্য নীরবে বসে কাঁদে,
ভেঙে পড়া স্বপ্ন আশা আর নিঃপ্রাণ অবসাদে।
বেদনায় ভরা, মায়া মমতায় গড়া -এক নারী।
আগলে রাখে, বহু যতনে সন্তানের জন্ম দেওয়া ছোট্ট বাড়ি।


“মা” মানেই –মনে পড়ে যায়,
তাঁর কোমল শরীর থেকে  আর এক মানবের সৃষ্টি।
আনন্দ আর শত মায়া মমতা,বেদনায় ঝরা আঁখি বৃষ্টি।
হাজার সুখের দুঃখের নিরাপদ তাঁর স্নিগ্ধ শীতল কোল।
“মা” মানেই স্বপ্ন বিছানো হাজার সুখের তাঁর মায়া ভরা আচল।


.............................................চলবে...