আজও মনের গভিরে-নিদ্রিত লিপি,
বেঁধেছে বাসা অজানা কীট, নাকি উইডিবি।


বর্ণ, শব্দের সমাহার,
আজও নীরব, বেশ চুপচাপ,নেই হাহাকার।


আজও নিদ্রিত শিলা লিপির হয়নি উদ্ধার,
নিভেছে জ্ঞানের রবি,চারি পাশ অন্ধকার।


নীরবে কাঁদে- ফেলে আসা ভগ্ন সভ্যতা,
নিদ্রিত লিপির হয়নি উদ্ধার,নাকি ব্যর্থতা।


মনের গভীরের লিপি থাক গভীরে-
একদিন হবে উদ্ধার,আসবে বাহিরে।