আমি নির্বোধ বোকা,
বারে বারে নিজে নিজে খাই ধোকা।
মনে বড় সাধ,
ধরবো আকাশের চাঁদ।
শুধু তারই জন্যে, ঘুরি হন্যে হন্যে-
তাই কখনও যাই মাঠে ঘাটে-
না হয় গভীর অরণ্যে।


হঠাৎ দেখা নীল কমলের জলে,
ভাবি পেলাম কাছে, হাজার তপস্যার ফলে।
দিলাম জোরে ঝাপ-
ভাবিনি জলের কতই মাপ?
কোথায় সাধের চাঁদ?
নাকি মায়ার ফাঁদ,
নাই নীল কমলের জলে,
মুচকি হাসে আকাশ মায়ের কোলে।