নিঃসঙ্গ, নিস্তব্ধতায়,
নিঃশর্ত মায়া মমতা্‌য়,
মৃত শুকনো নদীর মোহনা্য়‌,
চন্দ্রের উত্তপ্ত উষ্ণ জ্যোৎস্নায়,
কিছু প্রেম আর ভালোবাসায়,
হৃদয়ের গভীরে লুকানো বহু কথা কয়,
এই প্রেমময় স্বপ্নময় চির সুখ-দুঃখের পৃথিবী।


তার মাঝে
সকাল বিকাল সাঁঝে,
একা একা নিশ্চুপ নির্জনে,
শুধু আনমনে-চেয়ে নীল গগণে,
বসে বটবৃক্ষের শীতল ছায়াতলে,
সংসার পৃথিবীর সব মায়া প্রেম ভুলে,
বিভর চিন্তায়,শুধু কল্পনায়।–কে তুমি আঁকছ হাজার ছবি?


কিসের কল্পনায়?
নাকি ভগ্ন হৃদয়ের যন্ত্রণায়,
রামধনুর রঙ দিয়ে,তারাদের আলো নিয়ে,
এলোমেলো করে সাজিয়ে মাথার শ্বেত চুল।
করছো কি ঠিক?-নাকি করছো মহা শত ভুল।
মনে জাগে ভয়-করেছি শত হাজার বার বারণ,
করেছো শুধু বৃথা হাজার দিবা রজনী জাগরণ।
হিজিবিজি লিখে পৃষ্টা ভরো-লিখো নিঃসঙ্গ কবিতা-তুমি কি কবি?


...............................................................
নগর, মুর্শিদাবাদ