মেরেছি  শাবল,
দেখি গাঁইতি মেরে।
রক্ত মাংসের এই শরীরে।


নেই মানবতা,
হৃদয়ের গভীরে।
বিষাক্ত রক্ত ঝরে বারেবারে ।


মেরেছি কুঠার,
বিঁধেছি  বর্শা তিরে।
রক্ত মাংসের বুক পাঁজরে।


কোথায় বিবেক?
এই দেহ অন্তরে।
খুঁজে চলেছি এই বিশ্ব ঘুরে।