সারা জীবন ভোর- সকাল বিকাল,
অনেক হয়েছে আর নয়।
এবার একটু শান্তির বিশ্রাম,
হয়েছে ঘরে ফেরার সময়।


জীবনের ক্ষত বিক্ষত ক্ষেতে,
ছিলাম আজীবন মেতে।
বুনেছিলাম ভালোবাসার নানা রঙিন বীজ।
ভরেছিলাম আপন বৃহৎ শস্য গোলা নিজ নিজ।


অনেক ফলেছে,উপচে পড়েছে ফসল।
বিফলে গেছে শত পরিশ্রম আর ধকল।
ছিল শস্য সব দানাহীন।
শত আশা আকাঙ্ক্ষা আজ যেন ক্ষীণ।


বেদনা, ব্যাধি যন্ত্রণা আরও অনেক কছু- কম নয়।
জীবনের বাঁকে বাঁকে উষ্ণ বাতাস বয়ে যায়।
মধুর প্রেমের জ্যোৎস্না হারিয়ে গেছে নক্ষত্রদের দেশে।
বেদনা, ব্যাধি যন্ত্রণা আসে প্রকাশে না হয় অজানা বেশে।


ভোরে ফোটা শত ফুল- অসময়ে ঝরে।
বুকের পাঁজরে নানা সুখ, থাকে অনাদরে।
গোধূলি বেলায় ফিরে যায় পাখির মিছিল।
আনন্দে ডাকাডাকি না বেদনায় করে কিলবিল।


ধীরে ধীরে, ঘরে ফিরে------
জীবনের অমূল্য সময় শেষ।
জানিনা কোথায় ঠিকানা,আমার অচিন দেশ—
ফিরে যেতে হবে, দিগন্তের ওপারে।
শেষ বেলা, না ফেরার অজানা তীরে।
...............................................................
০৩-০৬-২০১৮ নগর, মুর্শিদাবাদ