বসন্তের মত নয়- এই পথ,
             নেই নীল আকাশ।
             মুক্ত সুস্থ নিঃশ্বাস।
শুধু কন্টকময় তরু,
নীরব হাহাকার মরু,
বিষাক্ত জংলা ঘাস।


দোয়েল কোয়েলের বিষন্ন সুর,
ময়ূরের রুপ নয়,কর্কশ কন্ঠ মধূর।
কোকিলেও হার মানে,সুর আর গানে গানে।
সহে গেছে বহু দিন,
কখন যে ভুলে গেছি,বেড়ে গেছে কত ঋণ।


জ্যোৎস্না ভেজা জল কাদা রাত্রে,
কালি মাখা জ্যোতিহীন আকাশের গাত্রে।
জোনাকিদের আলো লিখে কবিতা।
ঝিঝিরা সুরে আনে ব্যর্থতা।
সত্যদের দীর্ঘ আবর্তনে।
ধুমকেতুর নীরব আগমনে।
হিসাব নিকেশ মেলে না।
            পেয়ে যায় শুন্যতা।