মেঘ ছিলনা ,জল ছিলনা,
তবু কেন টলমল তোমার ঐ দুটি আঁখি সাগর।
সাজিয়ে রাখা বিষাদ কেন তোমার ঐ রূপনগর ?


আনন্দে ভাসে যদি, তোমার ঐ আঁখি নদী।
ইচ্ছা গুলি উড়িয়ে দিয়ে, করবো তোমার আদর।
দেখি তোমার রূপনগর,রূপে সাজানো প্রেমনগর।


বয়ে যদি অশ্রুধারা,ভেবে হবে জীবন সারা।
তোমার ঐ অশ্রু জলে, কতনা প্রেমের বাতি জ্বলে।
সেই জলেতে সাজিয়ে কানন, ভরবে আলো ফুলে,ফলে।


আঁখি সাগর ভরে চলে, হৃদয় ফাটা অথৈ জলে।
কখনও বেদনা দিয়ে,কখনও সুখ আনন্দ ফেলে।
হৃদয় আঁধার নিঝুম মোহনা,রেখে প্রদীপ জ্বেলে।


হৃদয় ভাঙন,নদীর মতন,পূর্ণ তোমার দুটি নয়ন।
সেই নয়নের জলের ধারা,বয়ে চলে যখন তখন।
এক ফোঁটা নয়ন ধারা, লক্ষ মানিক যেমন।



রচনাঃ ২০ই জুলাই,২০১৭
নগর,খড়গ্রাম, মুর্শিদাবাদ