একটু একা হতে চাই,
অনন্ত নীল আকাশের মাঝে,
আনন্দমুখর পৃথিবী স্বপ্ন ভাঙ্গে নদীর কূলে।
কোলহাল উৎসবে জেগেছে ভয়ংকর আঁধার।


নগ্ন নীরব  নীরস মাটির অভিধান খুঁজে
বিষন্ন দিনের মৌমাছির সুর।
স্মৃতির ক্ষতবিক্ষত শরীরে জল তরঙ্গ,
যাদের ভোরের গোধূলিতে- একটু দেখা পাই।


এই বেলা একটু খুঁজে নিতে চাই -
চির শান্তির ধূমকেতু ক্ষতবিক্ষত জীবনে।
নীল নীলিমার মাঝে আর্ত চিৎকারের স্বরলিপি।
সহস্র আলোকবর্ষ দূরে কিছু ইশারা পেতে চাই।


একটু একা হতে চাই,যদি খুঁজে পাই
দিগন্ত অশান্ত সাগরে শৈশবের বর্ণ পরিচয়।
হারানো গল্পের শরীরে  কিছু লিখে দিতে চাই।
যাতে আগামী শৈশব সহজেই খুঁজে পাই।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
২৭/১০/২০২২ রাত্রি ১২ঃ১৫ মিনিট
নগর খড় গ্রাম মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত বর্ষ