পাথরের জঞ্জাল
মহঃ সানারুল মোমিন


চৈত্রের গভীর গরমের আঘাতে,
         ঘুম ভাঙে গভীর রাতে।


জোনাকিরা নিয়েছে শিশু প্রদীপ,
নক্ষত্রদের বুকে হতাশ।
শীতের শীতল সময় কিনেছে উষ্ণ বাতাস।


রুক্ষ মাটির নিস্তব্ধ তরঙ্গ শেষ হয়
       মলিন আকাশের দ্বারে।
বসন্ত বিলাপে ক্লান্ত কোকিল এর রব,
বন্ধ হয় ঝিঝির পোকার সুরে।


ক্ষুধার্ত শৃগাল খুঁজে পৃথিবীর পাথরে
       হাজার বছরের মানবের কঙ্কাল।
জমে চলে,মৃত ফুলে ফলে
      পৃথিবীর উদর-যেন আগামীর পাথরের জঞ্জাল।
..................................................................।
তারিখ- ইং-২৩/০৩/২০২২ সময় দুপুর-১২টা
বাংলা- ৮ ই চৈত্র-১৪২৮ বুধবার
খড়গ্রাম, মুর্শিদাবাদ,পঃব,ভারত