নিঃসঙ্গতার মূহুর্ত এইসময়,
ঝরে পড়ে ছেড়া ছেড়া কিরণ।
যেন অসহায় পড়ন্ত বৃদ্ধ সূর্যের হাসি।


চারি পাশে গাঢ় অন্ধকার সচল সবল,
ঝরে পড়ে অজানার কোলে,চেনা নক্ষরের দল।
শুধু ক্লান্ত আর ক্লান্ত-শান্তির চির ঘুম,অনন্ত সময়,
পুড়ে ছারখার,শুধু হাহাকার,বেদনাময় হৃদয়।


জোনাকির রক্তিম হাসি,বিষাক্ত ঝিঝি পোকার বাশিঁ।
স্তুপ হয়ে পড়ে থাকা চলন্ত সময়,হয় বড় অসহায়।
চলে যায় সীমানা পেরিয়ে,নিঃশব্দ সীমার বাহিরে,
ভেঙে চলে স্বপ্ন,ভাবনা,ইচ্ছা..........
এখন নীরব ঘুমাবার সুবর্ণ সময়।


.................................................