আকাশ বাতাশ ভরপুর
হাসনেহেনার গন্ধে-
আযানা আর শঙখধ্ব্নির
কোলাহলের সন্ধে


আলম ভাই মসজিদে আর
গণেশ যায় মন্দিরে-
হ্বদয় মাঝে ভালোবাসা
প্রেমের জোয়ার আন্তরে ।


কাদামেখে পুকুর পাকে
রাম-রহিমের খেলা ।
হাদিস,পুরাণ নিয়ে মাতে-
সকাল বিকাল বেলা ।


পুকুর ঘাটে একইসাথে
বসে বাসন মাজার মেলা-
কখন যেন এক্ইঘরে
কাটল ছেলেবেলা।


হাসি খালা,বিনা মাসি
একই থালায় খায়মুড়ি।
পরব-পুজোয় একই প্রান-
ভালোবাসার নেই জুড়ি।