আমার জীবন্ত প্রাণ-
মেঘমালায় ভাসমান।
হঠাৎ বরষার ধারায়-
ঝরে যাবো এই ধরায়।


এ জীবন তারার দেশে-
রয়েছে ছদ্দবেশে।
হঠাৎ খসে যাবে গভীর রাতে-
মিশে যাবে ধরার সাথে।


রয়েছি বসন্তের ফুলে-
একটু খানির ভুলে।
হটাৎ ঝরবে জীবন-
ধরা আমার করবে বরণ।


এ জীবন খানি-
বহুমুল্য আমি জানি।
হটাৎ মিশবে অজানা লোকে-
ফিরবে না গভীর শোকে।


এ জীবন শিউলীর ডালে-
জেগেছিল শিউলী ফুলে।
হঠাৎ সবকিছু ভুলে-
পড়ে আছি, দেখবে- মাটির কোলে।