মোর কিসের অহংকার,
বহন করি অস্থায়ী এই কলেবর।
রক্ত মাংস দিয়ে গড়া,
তার মাঝে আছে কারা ?
হঠাৎ হবে এক দিন সারা,
গোপনে সরে যাবে তারা।
দেহের মাঝে বাসা ছিল,
কেবা তাদের ডেকে নিলো ?
প্রশ্ন আসে বারে বারে,
কে আছে এই কলেবরে ?
জীবের এই দেহখানি,
দুই খন্ডে বিভক্ত-আমি মানি।
এক অংশে রক্ত মাংস,
আরেক অংশে কার বংশ ?
ডাক পড়লে সরে পালায়,
সুন্দর শরীর পড়ে থাকে ধুলায়।