সমবেত সভায় প্রাণীরা কয়--


"মোরা অসহায় সমগ্র প্রাণীকূল—
মোরা ক্ষতিগ্রস্থ, করছে যে শ্রেষ্ঠ জাতিকূল।
পদে পদে,প্রতি পদে দিচ্ছি মোরা তার মাশুল"।


ভিন্ন ভিন্ন  সমস্যার তরে-
সমগ্র প্রাণীকূল সমবেত মোহনার তিরে।
জানালো আবেদন ঊর্ধ্বপানে বিধাতার তরে।


প্রথমে বলেন , “ব্যাঘ্র-বলেন শুন শুন শ্রীঘ্র।
মোদের বসবাসের অরণ্য,আজ অতি জঘন্য।
দ্রুত কাটছে গাছপালা বারোমাস-
হচ্ছে স্থাপিত কারখানা আর চাষবাস।
করছে আমাদের স্বাধীনতার অধিকার-
হচ্ছি ক্ষতিগ্রস্থ-নয় একবার-বহুবার”।


কহে শ্বেত ভল্লুক-“ বিশ্ব উষনায়নের তরে-
পৃথিবীর তাপমাত্রা বাড়ছে ধীরে ধীরে-
গলছে তুষার, বাড়ছে জল-
বাড়ছে বিপদ, হবে মোদের স্বপ্ন বিফল”।


কুমীর সজল নয়নে সভায় কয়-
“আজ মোদের বড় ভয়,
শুকোচ্ছে আর দূষিত হচ্ছে প্রাণের নদী,
পূর্বের শীতল পরিবেশ থাকতো যদি,
আসতো না কভূ চোখের জল,
বাঁচতাম সুখে চিরকাল”।


বলেল মোষ,ছাগল, গরু-
“যেদিন পৃথিবী হয়েছিল শুরু-
সেই দিন থেকে মোরা পরাধীন,
ভাবি সারাদিন, কবে হবো স্বাধীন?
ইচ্ছামতো দেয় খাবার, ক্ষুদায় চেয়ে থাকি বারবার,
আস হ্য যন্ত্রণা রাখি ম নের মাঝে,
বহুবার আবেদন জানিয়েছি সভার কাছে’’।


আরও অনেক পশু পক্ষী
সভায় করেন তাদের করুন আবেদন-
তাদের আবেদন কবিতায় হলনা বর্ণন।


সভা শেষে বলেল পশুরাজ সিংহ আর মহাশক্তিধর হাতি-
"জানিয়েছি মোদের আবেদন বিধাতার কাছে,
আর জেনেছে শ্রেষ্ঠ মানব জাতি- দিয়েছে কথা
হবে না পশু পক্ষীকূলের কোনো ক্ষতি"।


..................