রক্ত মাখা একুশে ফেব্রুয়ারী


জাগো হে, সকল-
করো না কোন  ভুল।
জেগেছে পলাশ, জেগেছে শিমুল।


চেয়ে দেখ, গায়ে রক্ত বর্ণ জামা।
হৃদয়ের গভীরে বেদনা, দুঃখ জমা।


বীরের রক্ত লেগেছিল গায়ে,
লোহার বেড়ি  পড়া ছিল পায়ে।


রক্ত বর্ণ চিহ্ন তারি-
মনে  পড়ে আজ,রক্ত ভেজা ২১ শে ফেব্রুয়ারী-।


আর যেন না হয় -
হিংস্র পাখির বিষাক্ত থাবায়-
এলোমেলো,রক্তাক্ত বাংলা বর্ণ মালা।
হারিয়ে না যায় বর্ণ গুলি-হৃদয়ে না দেয় জ্বালা।  


রক্ত স্রোতে হয়েছে উদ্ধার-
আজও ঘুমায় বরকত-সালাম- রফিক- জাব্বার।
ভুলব না কোনদিন তাদের অমর অবদান-
প্রাণ খুলে নাচে- অ আ ই ঈ-মধুর সুরে আসে গান।


আজ সুখের স্বর্গ গড়ে-  অ আ ই ঈ-
মনে  পড়ে আজ,রক্ত ভেজা ২১ শে ফেব্রুয়ারী-।