রয়ে যাবো-
হাজার বছর পরে,
অতল শীতল মাটির গভীরে,
নতুবা কর্কট নীরস মাটির পাঁজরে।


রয়ে যাবো-
অন্ধকারের বিষাদ বিছানায়,
প্রাণহীন শুকনো চাঁদের জ্যোৎস্নায়।
নতুবা উষ্ণ বধির অন্ধ মোহনায়।


রয়ে যাবো-
রঙহীন সুবাসহীন বেলি ফুলে।
ঝরে যাবো অকালে নিজের ভুলে।
নতুবা বর্জ্য রক্ত মাখা মাটির কোলে।


রয়ে যাবো-
রাখালের সুরহীন নিরেট বাঁশিতে,
প্রাণহীন,কৃ্ত্রিম প্রিয়জনের হাসিতে,
নতুবা আদরহীন বৃষ্টির করুণ রাশিতে।


রয়ে যাবো-
না কোনো অর্থহীন ব্যর্থ নীরস কবিতায়।
রবো না মমতাহীন বৃদ্ধ নীরব অচল সভ্যতায়।
নতুবা ছেঁড়া সঙ্গীহীন নীরবের মৃত পাতায়।


.........................................................।
নগর, মুর্শিদাবাদ-