কাটিল অন্ধকার,খুলিল জীবনের দ্বার,
হাসিয়া আসিল প্রভাতে প্রাণের রবি।
ঐ সুবিশাল রঙ্গিল আকাশের আঙিনায়,
আঁকিল শত শত সুখ স্বপ্নের ছবি।


ছন্দ মিলায়ে,প্রাণ দুলায়ে,সুগন্ধ ছড়ায়ে,
জাগিয়া কাটাইলো, আঁধার গভীর রাতে।
বিলীন হইল এক নিমিশে,ঘন আঁধারে,
নব প্রজন্ম সাড়া দিল আজ প্রভাতে।


আজ ধরার আঙিনায়, মনের ভাবনায়,
বিহঙ্গ ঝাড়িয়া,মেলিল আপন পাখা।
সবুজ মাঠের বিছানায়,নদীর মোহনায়,
সাজাইলো তরু,ফুলে ফলে,নিজ শাঁখা।


উঠিল আনন্দ কলরব,সাজ সাজ রব,
ধরার বুকে প্রতি জনের  মন হতে।
ভাসিয়া আসিল কাহারা,বাতাসের দ্বারা,
ধরনীর মোহনায়,নবীন আলোর স্রোতে।


চির অনন্ত, ছিল হৃদয়ের মাঝে ঘুমন্ত,
সুখ শান্তি, যত সব সুপ্ত শত শত—
জাগিবে কি আজ? ফেলিয়া সব কাজ?
করিবে কি সাজ?
নব নব কচি কচি পল্লবের মতো।


...............................
রচনাঃ ২৪ শে জুলাই,২০১৭
নগর,খড়গ্রাম, মুর্শিদাবাদ