প্রাণের ভাষায়,মনের আশায়
এতো মধুর সুর, মধুর ছন্দ-
ভেবেছো কি কখনও আগে?


ভাষার বাগানে, হৃদয় নয়নে-
শত কত আনন্দে, বিকিশিত
পুষ্পকলি ফুটেছে সুরভিত বাগে।


শুভ্র,আলোকিত ৮ ই ফাগুন
শত শত প্রজাপতি, ভ্রমরার
মনে মনে, সুর আনে, গুনগুন-


আনন্দে আর ছন্দে ছন্দে
দোলা জাগে মনে,প্রাণে।
রঙ-বে রঙে, নানা সাজে
বিকিশিত ফুল  কাননে।


শাখায় শাখায় এসেছে আজ-
হাসি মুখে পলাশ, শিমূল।
উজ্জ্বল বদনে, হাসির আননে।
হাসি মুখে এসেছে কত ফুল।


সূর্যের সোনালী মধুর হাসিতে-
হেসেছে খুশিতে, এই সকাল-
কার ছিল জানা? ছিল অচেনা-
রক্তে ঝরে রঙে যাবে-
ঐ সোনালী পড়ন্ত বিকাল।


এনেছে কি ছবি? প্রাণের রবি-
আজ নাকি বাঙালীর, বিষন্ন সকাল?
রক্ত স্রোতে লিখা হবে,হবে অমর,
এই দিন স্মরণীয় হবে চিরকাল।