আয় রে শিশুর দল,
একবার মোদের গাঁয়ে চল।
দেখবি সেথায়,উজান নদী-
তার কানায় কানায় জল।


তারই বুকে,হাজার সুখে,
বয়ে ঢেউয়ের দল।
তারই সুখে ঘুমিয়ে থাকে,
হাজার  শালুক ফল।


দিনের আলোয় ঘুমিয়ে থাকে
লাল পলাশের ফুল।
হালকা রোদে দিনের শেষে।
পরিরা শুকায় চুল।


বনের ধারে,নদীর তীরে,
বাজে ঝিঝির গান।
রাতের বেলায় নিশাচরের
শুনবে কলতান।


রাতের বেলা, জোনাক জ্বলে
বাঁশের বনে বনে।
রাতের শেয়াল ভুবন ভরায়।
নিজের গানে গানে।


শিমুল গাছের শাখে বসে,
পাখিরা করে খেলা।
বালির চরে, বসে আজও
চখা চখির মেলা।


মায়ের দোয়া মায়ের আশিষ
পাই জীবন ভরে।
আমার “মা” খুব ভালোবাসে
রাখে আপন করে।


.............................................
ইং-২৬-০২-২০১৮
খড়গ্রাম,  মুর্শিদাবাদ।