আজ আনন্দ মুখোরিত,
সুরভিত,শ্রাবণের সন্ধ্যা।
কে এলে ওগো, মোর প্রিয়া?
শ্বেত বসনা রজনীগন্ধা।


একটু আলো আঁধারে,
ভরাইলে প্রাণ,মধূর সুবাসে।
রাখিলে হৃদয় মাঝারে,
প্রাণের সাগরে,ভালোবেসে।


আসিল বিহঙ্গ ফিরে,
আপন স্বপ্নের কূলায়ে।
নাচিল প্রিয়ার সাথে,
মম মনটি ভুলায়ে


ছড়াইলো শশী প্রাণের জ্যোৎস্না,
ভরাইলো শুকানো আঙিনা।
আসিল প্রিয়া হাসনেহানা,
নাচিল মোর শ্বেত বসনা।


নিস্তব্ধ,নিশুতি রজনী,
জাগিয়া রয়ে মোর সজনী।
কাটাইলো সখীদের সাথে।
চলিল একা গভীর প্রভাতে।


রচনা কালঃ ১৮ই জুন,২০১৭
নগর