আজ ঝর ঝর ঝরে বৃষ্টি ধারা-
সারা শ্রাবণও বেলা।


ঐ দিগন্তে, নিজ মনের অজান্তে
চলে নিজ মনে মেঘেদের খেলা,
উড়ে যায় শ্বেত মেঘ ভেলা।


বৃষ্টি ভেজা মন,
নাচে সারাক্ষণ।
করে খেলা-
শ্রাবণও সারা বেলা।


দেখো ঐ বিজলী হাসি,
       মেঘ মালা রাশি রাশি,
ঝরায় ভালোবেসে,
স্বপ্নের দেশে,
প্রেমের অমৃত বারিধারা।