মেঘ চলে, দলে দলে।
নীল আকাশের গায়।
স্বপ্ন দেখে,থেকে থেকে
পৃথিবীর জল কণায়।


গগন  বুকে,কিসের সুখে
আঁকলো ছবি রামধনু?
কিসের সুখে,থেকে থেকে
সুর তোলে ঐ বাঁশবেনু?


তারার দেশে, ছদ্ম বেশে
লুকিয়ে আছে কারা?
আশা নিয়ে, বৃষ্টি পেয়ে
সুখটি পেল ধরা।


মিষ্টি সুরে, বহু দূরে
বাঁজায় কারা নূপুর?
পশু পাখি, মেলে আঁখি
কাটায় সারা দুপুর।


শীতের ভোরে,পুকুর পাড়ে
জাগলো শিশির কণা।
ধরার বুকে নামলো বুঝি?
শ্বেত মেঘদের ছানা।


তপ্ত খরা, তাড়িয়ে ধরা
মাখল শীতল গায়।
নব সাজে, ব্যস্ত কাজে
সুখের স্বপ্ন ছড়ায়।



.......................................।
ইংরেজীঃ-০৪-১১-২০১৭
খড়গ্রাম, মুর্শিদাবাদ।