বাজে নূপুর,     উঠছে সুর,
     তেপান্তরের মাঠে।
আঁকছে ছবি,    সোনার রবি,
     নীরব নদীর ঘাটে।


মধুর বাঁশি,     সুখের হাসি,
    রাখাল রাজার প্রাণে।
আলের বাঁকে,    গাছের শাখে,
    কত সুখ,গানে গানে।


পাখির নাচে,     স্বপ্ন রচে।
    উজান গাঙের বায়।
কাজল জলে,     হাজার ফুলে।
    সুখের বাসর রয়।


দিনের শেষে,    আকাশ ঘেঁসে।
   ঐ রক্ত আলোর আভা।
দুই দিগন্তে,     গানের ছন্দে।
    বাড়ায় হাজার শোভা।


পাখির ঝাঁকে,    নদীর বাঁকে।
    বসায় মিলন মেলা।
তাদের সুরে,     নদীর চরে।
    দেখি শত স্বপ্ন খেলা।


গভীর রাতে     তারার সাথে
    ধরার আপন কথা।
সুখে দুঃখে      স্বপ্ন বুকে
    হাজার গল্প গাঁথা।
......................................................
ইং-১৯/৪/২০১৮- নগর, মুর্শিদাবাদ।