ছেঁড়া বেদনা
মহঃ সানারুল মোমিন


ছেঁড়া ছেঁড়া আকাশে,
তারারা ওড়ে মৃত সন্ধ্যায়,
গল্পে নিরবতা ভাঙে গভীর রাতে।


একমুঠো উল্কা বৃষ্টি জমে,
গরীবের বিষণ্ণ আঙিনায়,
ক্ষুধার্ত শিশু আদরে কুঁড়ায় দুইহাতে।


এক চামচ রৌদ্র চাই,
হারানো সেই প্রাচীন সভ্যতায়,
আজও খুঁজি গ্রাম্য পল্লীর পথে পথে।


হাজার বেদনা পাই,
গরীবের বুক ফাটা সত্য কান্নায়,
অশ্রুজলে অচেনা সাক্ষাৎ তার সাথে।
......................................................
১৭/০৯/২০২২ সকাল-৮.১৫ মিনিট
নগর, খড়গ্রাম,মুর্শিদাবাদ,পঃব,ভারতবর্ষ