তুমি এক ফুটন্ত গোলাপ,
চেয়ে আছো কেন মোর পানে?
এখন তো হয়নি আলাপ,
কি বলছো পাগল নয়নে?


নিরবে যখন ঘুমিয়ে ছিলে,
তোমায় দেখি বারেবারে।
দেখলে আমায় আঁখি মেলে,
সরে যায় একটু দূরে।


গিয়েছি জ্যোৎস্না রাতে,
দেখবো একটু বলে।
ঘুমিয়েছো স্ব্প্নের সাথে,
মাঝে মাঝে হাইটি তুলে।


মেলেছো রাঙা পাপড়িগুলো,
হেসেছো মনটি খুলে।
হাসিতে পাগল মোর মোন,
দিয়েছো জগৎ ভুলে।


পাপড়ি রুপি ওষ্ঠ যুগলে,
দিয়েছি হালকা ছোয়া।
হেসেছো মুচকি হাসি,
ছড়িয়ে রুপের মায়া।
.....................
আংশিক ---কবিতা-