অজানা অনুরাগ
         মহঃ সানারুল মোমিন


আকাশের কোলে স্নেহ ভরা ছেঁড়া ছেঁড়া মেঘ ছানা,
যেন নতুন শিশু, বাতাসের হাত ধরে ভর করে চলে-
মনের ইচ্ছায়,উড়ে যায় সীমান্ত পারের সীমানায়।


রাতের কালো আঁধারে ললাটে আঁকা লজ্জাবতী সোনালী পূর্ণ চাঁদ।
কালো উড়নায় ঢাকে মুখ।
সোনালী মেঘ ছানা ও
রাতের জ্যোৎস্না কিরণ হাজার বর্ষ পরে আজ ভীত।
বিষাক্ত জীবানু ভরা ধরণীর সারা শরীর।


বাঁকা নদীর তীরে মাথা দুলে দুলে কাশফুলের আহ্বান,
রাতের গভীরে গোপনে নেমে আসে
রামধনুর সাত রঙ,
নীরবে মিশে যায় মাটির গভীরে ।


......................................................
৩১-০৮-২০২০-সোমবার
খড়গ্রাম, মুর্শিদাবাদ