ভাঙা চাঁদ (অনু কবিতা)
           মহঃ সানারুল মোমিন


আজ দেখি ভাঙা চাঁদ,
             খেল যেন কারা।
তাই দেখে কাঁদে শুধু ,
             সুখী বসুন্ধরা।
মিছে মিছে এ ভাবনা।
            চোখে কেন জল।
যুগ যুগ ঘটে চলে
           এ নিয়তি ফল।