আজ খুব ভয় লাগে
           যাহা দেখি তায়।
অগভীর নদী ডাকে
           ডুব দিবি আয়।


জানিনা সাঁতার ভালো
          ভুলে গেছি আগে।
সুমধুর সুখ গুলো
          আজ ব্যথা লাগে।


রাত যদি বেশি হয়
         ধরা হয় একা।
সবল শরীর চুপ
         পাবে কার দেখা।


জীবনের জলে ভাসে
         শোক মাখা হাসি।
নীরব দুপুরে সুর
         প্রাণহীন বাঁশি।