সময় চেয়েছি মৃত্যুর কাছে
        মহঃ সানারুল মোমিন


একটু সময় চেয়েছি মৃত্যুর কাছে
        বলেছি "দাঁড়াও বন্ধু দুয়ারে"।
দিয়েছে প্রভু জ্ঞানের আলোক প্রভা
       নেওয়াই হয়নি প্রিয় অন্তরে।


অন্তিম সময় শুনি,প্রভুর বানী
        শুরুতেই বধির ছিল  কর্নদ্বয়।
চক্ষু ছিল খোলা,করেছি শুধু খেলা,
        অন্ধ ছিল আঁধারে মন হৃদয় ।


বসন্ত কাননে, মনের উদ্যানে
        এসেছে আমের মুকুল শিশুদল।
ক্ষয়ে গেছে, কিছু বা রয়েই গেছে
        পেয়েছি আনন্দ, ঝরেছে অশ্রুজল।