সদ্যজাত কবিতার শরীরের পাঁজর ভেঙ্গে যায়,
আগত সৌর রশ্মির পরশে।


সোনালী ধানক্ষেতে
মেঠো ইঁদুরের জীবন সংশয়।
রাত্রি দিবসে অশ্বত্থ গাছে
বুনো পেঁচা আর শঙ্খচিলের তীক্ষ্ণ দৃষ্টি মাটির হৃদয়।


ভোরের মোরগ ডাকেনি আজ
রাতের গভীর আঁধারের পথযাত্রায় ক্লান্ত


পল্লীর পথে আর দেখা মেলে না
অন্ধ ভিখারির গানের শব্দ।


সময় ক্লান্ত,
সব হারায় ধীরে ধীরে সময়ের পথে,
ক্লান্ত পথ হারায় চির চেনা পথে
হৃদয়ের গভীরে কত ইতিহাস।


::::::::::::::::::::::::::::::::::::::::::
তারিখ:-০৬/১১/২০২২
নগর,মুর্শিদাবাদ,প:ব,ভারতবর্ষ