ভ্রমণে বাড়ে জ্ঞান,
আত্মবিশ্বাস পায় মন।
মনের শত উল্লাসে অনেক বছর পরে,
গেলাম একটু দূরে  উড়োজাহাজে চড়ে।
নামলাম বিদেশে পর্যটক বেসে,
হারিয়ে গেলাম এক ভিন্ন রঙ্গিন দেশে।


এমন সুন্দর ভ্রমণে অনেক কিছু হয় অর্জিত,
আনন্দ আর উল্লাসে বিষণ্নতা হয় বর্জিত।


সেই ক্ষণে ভ্রমণ পথে বসে,
অগোছালো মনে কল্পনার ছবি ভাসে।
ইচ্ছে করে ঘুরে দেখি পৃথিবীকে,
মন চায় সর্বত্র দেখবো পায় হেটে।


অচেনা মানুষের প্রতি থাকে না কোন বিশ্বাস,
ভিন্ন পরিবেশে ভিন্ন মৌসুম হৃদয়ে লাগে দীর্ঘশ্বাস।


সহোদরকে ডাকলাম ভ্রমণ করবো বলে,
একই সাথে ঘুরবো মোরা যাব অজানাকে জান্তে।
অবশেষে ভ্রমণ সঙ্গী এসে দিল দেখা,
হাসি-ঠাট্টা গল্প-গুজোবে সবই হলো শেখা।
অদেখাকে দেখা হলো বুঝি না তাদের ভাষা,
ভিনদেশী কথা বুঝতে পারলে পূর্ণ হতো আশা।
সবকিছু দেখার ইচ্ছে ছুটছি পবন গতিতে,
বানের মত ঘুরছি মোরা আত্ম সম্মতিতে।
এদিক ওদিক ঘুরে দেখছি ভিনদেশী নর-নারী,
বিদেশীয় বুঝতে পারে না আমরা কি যে পারি।
অতঃপর থেমে মোরা তুললাম অনেক ছবি,
দিগন্তের দিকে চেয়ে দেখি আদিত্য গেছে ডুবি।
পথের ধারে বসে দেখি যত দূর যায় দৃষ্টি,
সবুজ ক্ষেত বহুরূপ সাজে প্রকৃতির সৃষ্টি।
চলার পথে দোকানে গিয়ে কিনলাম কিছু খাবার,
খাওয়ার পরে ছুটলাম গন্তব্যে আবার।
সুন্দর প্রকৃতি দেখতে গিয়ে চোখ ফেরানো গেল না,
এমন রূপময় কামিনী কোথাও খুঁজে পাবো না।
প্রকৃতির প্রেমের ছোঁয়া পেয়ে ধন্য হলো জীবন
প্রাণ ভরে সবকিছু দেখে সফল হলো ভ্রমণ।


রচনার তারিখ ও স্থানঃ ০৫/০৩/২০১৮, ভেলোর, চেন্নাই। তামিলনাডু, ইন্ডিয়া।