বিবেকের কাছে প্রশ্ন আজ তুমি কোথায়?
একটু তাকাও এদিকটায়।
আমরা সবাই মানুষ আমরা জীবন্ত মানুষ,
কিভাবে জীবন্ত মানুষ পুড়ায়?
বিবেক আজ তুমি কোথায়?
মানুষ নামের পশুগুলো মেতেছে বাংলায়।
ওরা শুধু মানুষ পুড়ায় নর থেকে নারী,
শিশু থেকে কিশোরী কারোরই নিস্তার নাই।
বিবেক আজ তুমি কোথায়?
আর কতো মা বাবার বুক খালি হলে জাগবে তুমি?
ভাই তোমার বড়োই অভাব।
এ নিষ্ঠুর বাংলায়,
বিবেক তুমি কোথায়.....?
নারী আজ কার কাছে নিরাপদ?
আলেম নাকি জালেমের কাছে!
প্রশাসনের কাছে নাকি নেতার কাছে?
জানি নেই এর কোন জবাব,
স্বাধীন দেশে আজ তোমার বড়োই অভাব।
আর কত পুড়িয়ে ভালো হবে তোমার স্বভাব,
বিবেক তুমি কোথায়....?
আজ দিতে হবে সঠিক জবাব।
কেমন বর্বরতা এ কেমন শিষ্টাচার?
বাংলার মাটিতে হতে হবে দৃষ্টান্তমূলক বিচার।।