বিদায় কথাটি বেদনা বিধুর নয়নে অশ্রু ঝরা,
মন চাহে না দিতে বিদায় হৃদয়ে বেদনা ভরা।
বিদায়ী সানাই বাজিতেছে দ্বারে মানিবেনা বাঁধা,
মায়ার বাঁধনে বাঁধিয়া রাখিতে বৃথাই অশ্রু সাধা।


বিদায় অধরা হবে কথা বাকি রয়ে যায় যদি,
মাঝপথে চোরাবালি হয় মোহনা না পেলে নদী।
কর্মজীবন শুরু হয়ে আজ অবধি ছিলাম পাশে,
সন্তান সম পেয়েছি দীক্ষা আপনার সাথে মিশে।
দুষ্টুমি আর খুনসুটি-কলহ আরো কত দেনা-পাওনা,
বিদায় ক্ষণে হৃদয়ে আজ পাচ্ছে কঠিন যন্ত্রণা।
অশ্রু জ্বলে ভিজে গিয়েছে লিখতে রাফখাতার পাতা,
বিদায়ের বেলায় মনে করে আপনার বহু ইতিকথা।


হৃদয়ের আর্তনাদ স্মরণ হয় বার বার একটি কথা,
কষ্ট যদি দিয়ে থাকি নিজগুণে করে দিবেন ক্ষমা।
বিদায় দিনে এইটুকু বিদায় কথা আনন্দ হয়ে থাক,
বাকি সব কথার কথা হাওয়ায় ভেসে যাক।


দো'আ করি ঈমান আমল নিয়ে শেষ হবে বাকি ইহকাল,
শেষহীন জীবন হোক শান্তিময়, জান্নাত হোক অনন্তকাল।