বন্ধুত্ব তৈরি হয় কোন একদিন,
বন্ধুত্বে সৃষ্টি হয় দু'জনার অনেক দিনের ঋণ।
মানুষ জন্মের পর যাদের কাছে পায় সেটা নহে অর্জন,
বড় হয়ে যাদেরকে পায় তারা হয় হৃদয়ের বন্ধন।
আদি-অকৃত্রিম ভালোলাগা আত্মার টানে হয় বন্ধুত্ব,
আপন করে নিলে বন্ধুত্বের প্রতি বাড়ে দায়িত্ব।
দায়িত্ব থেকে তৈরি হয় বন্ধুত্বের প্রতি দায়বদ্ধ,
মান-অভিমানে কাছে টানে থাকে না সীমাবদ্ধ।


বন্ধু মানে সকাল বেলা বন্ধু মানে সাঁঝ,
বন্ধু মানে মনের কথা বলতে কিসের লাজ।
বন্ধু মানে ফাঁকা মাঠে একটুখানি হাওয়া,
বন্ধু মানে এই জীবনে অনেক খানি পাওয়া।
বন্ধু হওয়া যেমন সহজ তেমন কঠিন কর্ম,
মানে না জাত ভেদা-ভেদ উঁচু-নিচু বাঁধ সাধে না ধর্ম।
বন্ধু হলে বন্ধুর সাথে অভয় যায় পথ চলা,
বন্ধু বলেই বন্ধুর সাথে কঠিন কথা সহজে যায় বলা।
বন্ধু মানে দু'জনার একটাই তো জীবন,
আলাদা করতে পারিবে না আসে যদি মরণ।


লোকে বলে বন্ধুত্ব কারে কয়!
দুটি মনের মিলনে বন্ধুত্বে রূপান্তরিত হয়।
বন্ধুত্ব বলতে দু-জনার পাগলামী হৃদয়,
অন্যরকম অসম্ভব ভালোলাগা অনুভূতি হয়।
নীল আকাশে রঙিন ঘুড়ির মত বন্ধু খুঁজে পায়,
হঠাৎ বৃষ্টির মত পশলা সুখ সবার জীবনেই এনে দেয়।
দুঃখের কালো মেঘ আসে যদি আঁধার করে,
উড়িয়ে দিবো সব সুখের কালবৈশাখী ঝড়ে।
এই বন্ধনকে আপন করে ভাবতে হবে প্রতি মুহূর্ত,
বন্ধুত্ব হতে হবে একদম নির্ভেজাল নিঃস্বার্থ।