সর্বকালের স্মরণীয় শ্রেষ্ঠ বঙালি শেখ মুজিব,
বিভীষিকাময় আঁধার রাতের আলোর প্রদীপ।
স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলার মান চিত্রের ছবি,
সেই ছবিটি পরিনত হয়েছে আজ বাংলার জন্ম ভূমি।


জনতার পক্ষে বজ্র কন্ঠে করেছিলে সেদিন হুংকার,
তোমার বলিষ্ঠ নেতৃত্বে বাঙালি দেখা পেল স্বাধীনতার।
সকলের বিশ্বাস মুজিব বিহীন হত না এদেশ স্বাধীন,
মুজিব ছাড়া বাঙালি থাকতো আজীবন পরাধীন।
কন্ঠ তোমার রুধিতে কেহ পারেনি কোন দিন,
ভুলিবে না বাঙালি কখনো তোমার দেওয়া ঋণ।


বাঙালি জাতির পিতা হয়ে বাংলার বুকে তুমি চিরঞ্জীব,
বাংলার মানুষের কাছে তুমি স্বাধীনতার উজ্জ্বল গৌরব।
সংগ্রাম করে এনে দিয়েছো বাংলায় লাল সবুজের পতাকা,
বাঙালির হৃদয় আছে আজো তোমার স্মৃতিটুকু আঁকা।
তোমার স্মৃতি আছে আঁকা রাতের তাঁরায় ঝর্ণা ধারায়,
থাকবে তুমি চিরকাল কৃষকের গানে নিবিড় মায়ায়।


এবারের সংগ্রাম বলেছো তুমি ৭ই মার্চের ভাষনেতে,
নিরীহ বাঙালি তোমার ডাকে অস্ত্র তুলেছিল হাতে।
উক্তি তোমার ৭১রে সকল ত্যাগী বাংলার শ্রেষ্ঠ মূলধন,
পরাধীনতার গ্লানি মুক্ত বাঙালি তোমায় করে স্মরণ।


তোমার উদ্দীপ্ত বজ্র কন্ঠের সেই মন্ত্র বানী,
শক্তি সাহস পেয়েছে তৎকালীন নিরীহ বাঙালি।
৭ই মার্চের ভাষন বানী শুনেছিল পাকিস্তানি,
পরাজিত হয় শাসক গোষ্ঠী, জয় পায় বাঙালি।


জানি তুমি এ ধরণীতে আসবে না আর ফিরে,
তবু তোমায় খুঁজে পাই হাজারো মানুষের ভিড়ে।
তোমার ত্যাগের জন্য পেয়েছি "আমার বাংলা বই",
চিরকালের দলিল এটি আর কোন অজুহাত নেই।।