আকাশের গায়ে ঐ মেঘের বাড়ি,
ছোটছোট ছানা মেঘ করে ঘোরাঘুরি।
নীলাকাশে মেলে ডানা মেঘ বালিকারা,
ইতিউতি দোল দেয় সখা বাতাসেরা।
ঐ দেখ কালো মেঘ ভীমসেনি চালে,
ছুটে গিয়ে তাড়া করে মেঘ বালিকারে।
সাদা সাদা বালিকারা নিমেষে পালায়,
স্বচ্ছতার চাবিকাঠি ওদের কাণায়।
কালো মেঘ বড়ো ভারী হিংসার দূষণে,
ছুটে ছুটে ভেঙে যায় ভারী বর্ষণে।
দাঁত নোখ বার হয় আগুনেফলায়,
কড় কড় বাজ হয়ে ধূলিসাৎ হয়।