হিমের আগার তুমি হিমালয় নাম হইয়াছে ঠিক,
কত কুঁড়ি ঝরে গেছে অনাদরে অকালেই আশাহত বুক।
নয়শত ক্রোশ দৈর্ঘ্য তুমি পৌনে তিন ক্রোশ উচ্চ শিখর,
শতাব্দী ধরে দেখেছো হেথা বিচিত্র কাহিনী জীবনের করুন সুর।
বৃহত তুমি পরিমাপে তুল্য পর্বত নাহি আর পৃথিবীতে,
বহু বন-উপবন আছে শত হিংস্র প্রাণী তোমার তরে।
অসংখ্য চূড়া ঢাকা তুষারে কেহ উঠে না তাহার উপর,
গিরিগর্ত বহুতর সাপদ-সঙ্কুল বিচরণ নেই তার সুমার।
স্থির আছো চিরকাল নততা কভু কর নাই স্বীকার,
চূড়ায় কেহ না যেতে পারে এ গর্ব আজীবন তোমার।
দুর্গম দুর্জয় অভিযাত্রী পরাস্ত করেছো বারে বারে,
কেহ বা মরিল তুষার ঝড়ে কেউ বা আসিয়াছে ফিরে।
দুঃখীত হইয়াছে বটে পরাজিত না স্বীকার করেছে,
প্রতিজ্ঞা করিল শুভক্ষণে অভিযাত্রি চলছিল ছুটে।
তেনজিং হিলারী উভয় উঠলো গিয়া তোমার এভারেষ্ট চূড়ায়,
সুযশ হলো বিশ্ব জুড়ে আনন্দে তারা বিজয় পতাকা উড়ায়।
অক্ষয় কীর্তি লিখছে তেনজিং হিলারী দু'জনের ভালে,
স্বর্ণাক্ষরে নাম লিপিবদ্ধ হইলো বিশ্বের ইতিহাসে।