মা দিবসের এই ক্ষণে,
লাখো ছালাম তোমাকে।
তোমার গর্বে জন্ম মোদের,
তুমি ছাড়া নেই আশা বেহেশতের।
ভালো থাকবে চিরকাল,
এই কামনায় ইহকাল।
তোমার ভালবাসায় সিক্ত,
হইও না কখনো তিক্ত।
তোমার মুখের হাসিতে,
হৃদয় আমার ভরে ওঠে।


যেখানেই যাই, পাই তোমায় দেখিতে,
বুক ভরে যায় প্রশান্তিতে।
তোমার সুখ-দুঃখে আমি যেন শরিক হই,
মায়ের ঋণ অস্বীকার করা পাষন্ড আছে কই!


তোমার সাথে করি না কারো তুলনা,
যেখানেই থাকো আমাকে যেন ভুল না।
তুমি বীনে অন্ধকার এ জগত,।
হয়ে যাব আমি চির অনাথ।


তোমার চাওয়ায়, করবো ত্যাগ সকল সুখ,
যদি দেখি তোমার হাসি মুখ।
তোমার কাছে আমার অনেক ঋণ,
কিছুর বিনিময়েই শোধ হবে না কোন দিন।


মাগো তোমার চরণে ধন্য আমার আশীর্বাদ,
তোমার আদর আমার চির জান্নাত।
তোমার দরদ আখেরাতের পুলসিরাত,
তোমার মোনাজাত রাসূলের সাফায়াত।
পদে পদে লাঞ্জনা-গঞ্জনার নাই অবকাশ,
পাইয়ে দিবে আল্লাহ-তায়ালার আরশ।
  
তুমি যদি আমায় না কর মাফ,
সহস্র দুনিয়ার বৃথা মোনাজাত।
তোমার চোখের পানি মাটি ছোঁয়ার আগে,
ছারখার হয়ে যাবে আসমান-জমিন পুড়ে।
তোমার দিকে চোখ রাঙিয়ে যে কথা বলিবে,
জাহান্নামের নিম্ন স্তরে নিমজ্জিত হইবে।
সৃষ্টিকর্তার পরে তোমারই স্থান,
তোমার আশির্বাদ ইহকাল-পরকালে হবে কল্যাণ।


রচনার তারিখ ও স্থানঃ ০৮/০৩/২০১৮, ভেলোর তামিলনাডু, চেন্নাই, ইন্ডিয়া।