কী অপরূপ তুমি দেখিনি  আগে ,
যত দেখি তোমায় ততই ভালো লাগে ।
ভালোবাসা কোনো বিভেদ মানে না ,
এ মন তোমায়  ছাড়া কিছু বোঝে না।
কী অপরূপ তোমার দুটি আঁখি ,
অপলক নয়নে শুধুই চেয়ে থাকি ।
চাহনি ভরা হাসি তোমার মায়া ভরা মুখ,
একবার দেখিলে যেন পাই  স্বর্গের সুখ ।
হে মোর প্রিয়া তৃষ্ণা আমার জাগে,
তুমি আমায় দাও না দেখা এত প্রেম তোমার বুকে।
কত আশা করে ভালোবেসেছিলাম মনে প্রাণে,
তুমি এসো আমার হৃদয়ে পিঞ্জরে।
আমি দুরন্ত প্রেমিক ক্লান্ত তোমার প্রেমে,
আমার হৃদয় ঘুরছে তোমার মনের দ্বারে।


তোমার অন্তরের সারিতে সারিতে করব বপন,
তুমি না থাকলে চোখে অশ্রুতে হয় শ্রাবণ।
প্রেমের অঞ্জলি দিলাম তোমার অন্তরে,
তুমি বড় নিষ্ঠুর ছলনার নীড়ে আমাকে ঘুরালে।
অতীত বর্তমান ভেসে যায় দুঃখ বাণে,
এসেছে আমার মৃত্যু দেখিবে সুদূরে।
আমার বুকে দেখো সমুদ্রের মত উত্তাল ঢেউ রয়েছে।
তোমায় কতটা ভালবাসি ঐবিধাতা জানে।


হে মায়াবিনী আজকে তুমি এসো মোর হৃদয়ে,
সাজাবো জীবন আমরা স্বপ্নের বাসরে।
নব পুষ্পের পরাগরেণু দেব তোমার পায়ে মেখে,
আলতা রঙ করিয়া দেব স্নান গোলাপের জলে।
গাইবে প্রেমের গীত জগতে যত প্রেমিক আছে।
নিঃশেষ কর না মনের বাসনা তুমি আছ মোর অন্তরে,
তোমারে দেখিতে মনে আশা নিশিদিন প্রতিক্ষণে।


তুমি যখন হেসে ওঠো আমার দম বন্ধ হয়ে যায়,
বারেবারে তোমারে এ মন কাছে পাবার আশায়।
ছুটে যাই তোমার মনের কুঞ্জে,
কাজল কালো চোখের বাঁকা চাহনিতে।
পড়েনা কোন দৃষ্টি এ যেন এক মায়ার ছবি,
আমার স্বপ্ন ভাসে আকাশ জুড়ি।
যত্নে রঙিন কাগজে এঁকেছিলাম তোমার মুখটা,
কেঁদেছিল ছবি আঁকা আমার হৃদয়টা।
চিরদিন থাকবে আমার হৃদয় জুড়ে,
ভালবাসার কমতি নেই কখন ক্ষয় হবে না জীবনে।
নিত্য তোমায় ডাকি কাছে তুমি অভিমানি যাও দূরে,
তোমার ভালবাসায় বেঁচে থাকবো অনন্ত কাল ধরে।
ধরণীর বুকে তোমাকে ভালবেসেছি মুক্তো মণি চাইনা,
না পাওয়ার কষ্টে মেহেদি পাতার মত ভিতরে শুধু যন্ত্রণা।
অনন্ত কাল আমার ভালবাসা সিন্ধু তরঙ্গের স্রোত বয়ে,
কত অভিমান কত দুঃখ কষ্টের রচনা করেছি মনে।
চেয়ে নাহি দেখ উদাসীন,
আমার স্বপ্ন নিয়ে খেলো না তুমি নিশিদিন।


হৃদয় দিয়া দস্যুর সুরাসুর খেলেছো প্রেমের বলিদান,
হারিয়েছি জীবনের সকল প্রতিদান।
যদি সুখে থাক তুমি আমায় ভুলে, তবে চাইবো না প্রেম,
তোমার অমৃত-সুধা করবো না আমি পান।
রয়ে গেল মনের বাসনা ক্রন্দন করিবো হেথা,
যত জ্বালা দাও স্মৃতি হয়ে থাকুক সকল ব্যথা,
শূন্যে মিলিয়ে যাব আমি একদিন চারিধারে সব আঁধার,
মন কাঁদে বারেবার সীমাহীন অন্তর করে হাহাকার।


তোমার প্রেম বিরহে্ দুরন্ত পথ পাড়ি দিয়ে পেলামনা কূল,
বিরহের আগুনে পুড়ে ইহকাল শুধু স্বপ্ন সবই ছিল ভুল।
বিদায় বেলায় একবার দেখা দাও জুড়াই মনের সাধ,
মনে দুঃখের মাদল তোমার ভালোবাসা ছাড়া নাই পথ।