মুজিব তুমি আছ বাঙালির প্রাণে,
সোনার বাংলা গড়ার স্বপ্ন সকলের মনে।
জন্মদিনে শুভেচ্ছা তোমায় কষ্টচাপা বুকে,
বাঙালির মহা দূর্যোগেও আজ শক্তি মেলে।
তোমার বজ্রধ্বনি যখন বাঙালির কানে বাজে,
বাঁধা পেরিয়ে আজও ঝাপিয়ে পড়ে রাজপথে।
তোমার ত্যাগস্বীকার আজও অজস্র প্রাণে,
তাই জঙ্গি গোষ্ঠী বাংলা থেকে অক্কা পেলে।
ইতিহাস মহিমান্বিত হলো তোমার আত্মত্যাগে,
মানবের কল্যাণে তুমি আত্মস্বার্থের উর্ধ্বে।
তুমি পেয়েছো অমরত্ব সারাবিশ্ব বুকে,
যুদ্ধাপরাধী দন্ডিত হলো উপযুক্ত দন্ডে।


তুমি সত্য, তুমি বীর, তুমি বর্তমান,
রুদ্ধ হলো রাজাকার আলবদরের প্রাণ।
বাংলায় হলো বেঈমান আল-বদরের বিচার,
ফাঁসিতে ঝুলছে ওরা ঘুচলো কলঙ্কের পাতার।


তোমার জন্মশতবার্ষিকীতে আজ,
বাঙালি পূর্ণভূমিতে করেছে ভিন্ন সাজ।


১৭-০৩-২০২০