স্মৃতিগুলো হবে শব্দহীন অস্থিতে পরিপূর্ণ,
অাধাঁর গুহায় হৃদয় আসা যাওয়া আধাঁরেই সংকীর্ণ।
জন্মলগ্ন এক স্বপ্নের মধ্যে সবাই মৃত্যু বরণ করে,
হৃদয়ে অাদিগন্তে যেন সবাই তলিয়ে যাবে।


মৃত্যুর পরে চির বাসস্থান নির্জন অন্ধকার কবর,
কবরে গেলে কি পরিণাম হবে রাখবে না কেউ খবর।
দু'পাশের দেয়াল একত্রিত হয়ে ধরবে চেপে মাটি,
শুনবে না সেদিন কোন কথা মানুষ হিসেবে না হলে খাঁটি।
মুনকর নকির আসবে কবরে চাইবে তিন প্রশ্নের জবাব,
মুমিন ব্যক্তি না হলে উত্তর দেওয়া হবে বড়ই অভাব।
সঠিক জবাব না আসিলে করবে হাতুড়ির প্রহার,
কিয়ামত পর্যন্ত চলবে শাস্তি অনলে পুড়ে হবে ছারখার।
নিরানব্বই সাপ প্রতি মুহূর্তে করবে দংশন,
শিখা দহে ঝলসাবে বিচ্চুরা করবে রক্ত শোষণ।
নরকের অনুগামীদের কথায় দিওনা কখনও কান,
চোখের পলকে চলে যাবে অন্তরে জমে থাকা ঈমান।
প্রাণত্যাগের পরে সকল কৃতকর্মের দিতে হবে হিসাব,
পাপ হতে বিরত না থাকলে কবরে হবে ভয়ংকর আযাব।
পুণ্যের কাজ করলে সেখানে পাবে অনন্তকাল শান্তি,
পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে শোধন কর ভুল-ভ্রান্তি।
বাড়ি-গাড়ি ধন-সম্পদ দিয়ে কর না কোন আনন্দ ভঙ্গি,
ইন্তেকাল করিলে একাই থাকতে হবে কেউ হবে না সঙ্গী।
ইহকালের মায়াজালে পড়ে কর না কখনও কোন ভুল,
বিপদে পড়িলে মহান বিধাতা ছাড়া নাই কোন কূল।
আল্লাহ্ হলেন একমাত্র সৃষ্টিকর্তা পরম দয়ালু করুণাময়।
মহান দয়ালু বিধাতা ছাড়া অন্য কাউকে কর না কভু ভয়।
দু'হাত তুলে প্রার্থনা করে মসজিদে সিজদায় হলে রত,
মহান আল্লাহ্ ক্ষমা করে দিবেন গুনাহ আছে যত।